শাহিনুর আহমেদ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার- ২০১৭’ পেলেন বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড এর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগীতে অসামান্য অবদানের জন্যে এ বছর রেজওয়ানা চৌধুরী বন্যা’কে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক-২০১৭ ও অর্থসম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী জানাতুল ফেরদৌসি লীনা’কে সোনার মেডেল এবং চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রেজওয়ানা চৌধুরী বন্যা’র হাতে পুরষ্কার তুলে দেন। ফিরোজা বেগম ট্রাষ্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা এবং তার প্রতিনিধিবর্গ, সাবেক সচিব আসাফ উদ দৌলা, ট্রাষ্ট ফান্ড এর পরিচালক সংগীত শিল্পী সুস্মিতা আনিস, ফিরোজা বেগম এর পুত্র সংগীত শিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ, বিশ্ববিদ্যালয় বিজনেস ষ্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও কলা অনুষদের ডিন দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘রেজওয়ানা চৌধুরী বন্যা উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। তাকে সম্মানীত করতে পেরে আমরা আনন্দিত। ফিরোজা বেগম ট্রাষ্ট ফান্ডসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এসিআই ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয এর পক্ষ থেকে তাকেও আন্তরিক অভিনন্দন জানান উপাচার্য । এসিআই ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা বলেন, ‘ফিরোজা বেগম এর স্মৃতি রক্ষার্থে এই ট্রাষ্ট কাজ করছে। রেজওয়ানা চৌধুরী বন্যাকে পুরষ্কৃত করতে পেরে আমরা আনন্দিত। ফিরোজা বেগম স্মৃতি ট্রাষ্ট ফান্ড এর মাধ্যমে এই পুরষ্কার দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’ পুরষ্কার প্রাপ্তিতে নিজের অনুভুতি জানাতে গিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই পুরষ্কারে আমি নিজেকে গর্বিত মনে করছি। ফিরোজা বেগম আজীবন শুদ্ধ সংগীতের জন্যে কাজ করেছেন। তার নামে প্রবর্তন করা এই পদক পেয়ে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ফিরোজা বেগম এর মত একজন গুণী শিল্পীর সংষ্পর্শে আসার সৌভাগ্য হয়েছিল আমার, ফিরোজা বেগম রবীন্দ্র সংগীতেরও এলবাম প্রকাশ করেছিলেন, তার কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। তিনি শুধু একজন শিল্পী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও আমাদের সকলের আদর্শ ছিলেন।’ এসিআই ফাউন্ডেশন এর চেয়ারম্যান আনিস উদ দৌলা গত ২৩ শে ফেব্রুয়ারী ২০১৬ তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৬০ লক্ষ টাকা প্রদান করেন এবং ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাষ্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়। এই ফান্ডের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পীদের মধ্য থেকে একজন সংগীত শিল্পীকে ২ ভরি ওজনের একটি ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। ট্রাষ্টি বোর্ড কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করে থাকেন। ২০১৬ সালে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক লাভ করেন বিশিষ্ট সংগীত শিল্পি সাবিনা ইয়াসমীন’কে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণ পদক ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি রাজু আলীম এর প্রযোজনায় বিকেল ৩:৩০ মিনিটে নবাব নওয়াব আলী সিনেট ভবন থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।