মহম্মদপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি গ্রামে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান- শনিবার রাত থেকেই আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর রবিবার সকালে বাড়ির অদুরে একটি আমগাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মহম্মদপুর থানায় নিয়ে আসে। লাশের পায়ের গোড়ালিতে কিছু দাগ আছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
মাগুরা / ২৩ জুলাই ১৭
« চৌরঙ্গী পৌর মার্কেটে ঝুকিতে ২ শতাধিক মানুষ (Previous News)
(Next News) শালিখায় এক কাঠালের ওজন ৫০ কেজি! »
Comments are Closed