বেস্ট ইলেকট্রনিক্স থেকে লটারিতে এসি জিতলেন মাগুরার বাবুল হোসেন

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বেস্ট ইলেকট্রনিক্স এর মাগুরা শো রুম থেকে টেলিভিশন কিনে লটারিতে একটি এসি (এয়ার কন্ডিশনার) পেলেন মাগুরা আয়কর আইনজীবি বাবুল হোসেন। সম্প্রতি তিনি মাগুরার সৈয়দ আতর আলী সড়কের দে মার্কেটে অবস্থিত বেস্ট ইলেকট্রনিক্স লিঃ এর শো রুম থেকে একটি টেলিভিশন কেনেন। এরপর তিনি নিয়ম অনুযায়ী বেস্ট ইলেকট্রনিক্স এর ১০০ শো রুম বাজিমাত অফার এর ১০০ শোরুম ১০০ ফ্রি এসি অফারে এসএমএস করেন। ওই এসএমএস থেকে তিনি লটারির মাধ্যমে ১টি সুদৃশ্য এসি উপহার হিসেবে পান। বেস্ট ইলেকট্রনিক্স এর মাগুরা শো রুম থেকে তার হাতে এ উপহার তুলে দেন বেস্ট ইলেকট্রনিক্স এর মাগুরা শো রুমের ম্যানেজার আইনুল হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য- বেস্ট ইলেকট্রনিক্স এর সরাদেশে ১শ শো রুম উদ্বোধন উপলক্ষে যে কোন পণ্য কিনলেই এসএমএস এর মাধ্যকে নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় নানা উপহার ঘোষণা করা হয়েছে।
রূপক/মাগুরা/ ৩১ অক্টোবর ১৭
« মাগুরায় অবৈধ ইটভাটা বন্ধ করা হবে- জেলা প্রশাসক (Previous News)
(Next News) শ্রীপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে ঘুম নেই নেতাদের চোখে »
Comments are Closed