দেবব্রত দে, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর  বেইলি ব্রিজের এক লেন বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। ঈদকে সামনে রেখে ব্রীজের এ অংশটি খুলে দেয়া হয়।
দুপুর ৩টায় উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার, সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ইউপি চেয়ারম্যান বিমল কান্তি শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ এ ব্রীজের যানবাহন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় তারা জানান- ঈদের আগেই চিত্রা নদীর এ বেইলী ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে মর্মে নেতৃবৃন্দ অঙ্গীকার করেছিলেন। সে মোতাবেক শ্রমিকরা রাতদিন কাজ করে দুই লেনের ব্রীজের এক লেনের কাজ সম্পন্ন করেছেন। বাকি কাজ ঈদের পরে শেষ হবে। বৃহস্পতিবার থেকে এক লেনে  যান চলাচল শুরু  হলো।
গত ১৩ ফেব্রুয়ারি ব্রীজটি ভেঙ্গে পড়ার পর প্রায় সাড়ে চার মাস পর ব্রীজ দিয়ে লোক চলাচল শুরু হলো। ঈদের আগেই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে হাজার হাজার যানবাহনসহ  কয়েক লক্ষ মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব হচ্ছে।  দক্ষিণ বঙ্গে যাতায়াতের জনগুরুত্বপুর্ন এই ব্রীজটি  ভেঙ্গে পড়ে থাকার কারনে লক্ষ লক্ষ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

মাগুরা /২২ জুন ১৭