কবিতা………………………………………….

মাতাল বনের প্রেম সাঁধা

——————-খান নয়ন

আমার ছেঁড়া পালে হাওয়া লাগেনি
তাইতো বৈঠা বাইছি ছলাৎ ছল
জীবনের কত তল,
নদী তুই একবার আমায় বল!

ছেঁড়া পালে আওলা বাউলা,
ঢেউয়ের তালে নিজেকে সামলা
আজও হাল ছাড়িনি বলে,
ছাড়িনি তোর বন্দরে পৌঁছাব বলে
হাল ধরেছি মন মাঝিয়ার কলতানে।
বিপ্লবী ঢেউ ঢুঁকরে কাঁদাবে
প্রাণ পাখিটি আমাকে ভাবাবে

আর কতটা পথ পেরলে
যাব আমার মাতাল বনে
ছেঁড়া পালে লাগেনি হাওয়া
তাইতো আমার মাতাল বনে প্রেম সাধা।