বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে সদরের ৩টি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সাথে মাদকের কুপ্রভাব ও বর্তমান করোনা মাহামারি পরিস্থিতিতে মাদক প্রতিরোধে শিক্ষকদের করনীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।  সকাল ১০টায় রাউতড়া হৃদয়নাথ কলিজিয়েট স্কুলের মাল্টিমিডিয়া ল্যাবে আলোচনাসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখার  মোঃ উমায়ের। বিশেষ অতিথি ছিলেন এসএটিভি ও দৈনিক সংবাদের মাগুরা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম এর সম্পাদক ও মাগুরা জেলা অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশন এর আহবায়ক রূপক আইচ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেনসহ অন্যরা। পরে দুপুর ১২টায় ইছাখাদা শহীদ আব্দুল মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাফেজা খাতুন এর সভাপতিত্বে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে মাদকের নানাবিধ কুফল ও বর্তমান সময়ে করনীয় সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন জবান ইফতেখার ।20201126_133057

এ সময় সেখানে অন্যদের সাথে উপস্থিত ছিলেন ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। সবশেষে বেলা ১টায় পৌরসভার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে একইভাবে প্রেজেন্টেশন ‍ উপস্থাপন করা হয়।  প্রতিটি সভায় স্কুলের অধিকাংশ শিক্ষক উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান। প্রতিটি সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে স্কুলে কর্তৃপক্ষের হাতে মাদকের কুফল সম্বলিত সুদৃশ্য ফেস্টুন, ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য থ্রিডি স্কেল ও পেন্সিলবক্স বিতরণ করা হয়। সবগুলি অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দূর্জয়।

মাগুরা/ ২৬ নভেম্বর ২০২০