Main Menu

বুধবার সমাবেশ

ফজলুর রহমান জেলা যুবলীগের নতুন আহবায়ক

3r--3copy

 

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবাক হিসেবে মনোনিত হয়েছেন যুবনেতা ফজলুর রহমান। সেইসঙ্গে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনিত হয়েছেন যুবনেতা পৌর কাউন্সিলর

সাকিবুল হাসান তুহিন, আশরাফ খান ও আলী আহম্মদ আহাদ।অচিরেই যুবলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

এক প্রতিক্রিয়ায় জেলা যুবলীগ আহবায়ক সাবেক ছাত্রনেতা, গণ জাগরণ মঞ্চের সঞ্চালক, যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ফজলুর রহমান জানান- যুবলীগ প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির স্বপ্নের সংগঠন যুবলীগ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের আন্দোলনের অগ্রভাগে থেকেছে । যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মাগুরার আপামর মানুষের প্রাণপ্রিয় নেতা সাইফুজ্জামান শিখর ভাইয়ের দেখানো পথ ধরেই আমরা মাগুরায় যুবলীগকে শক্তিশালি করার জন্য কাজ করে যেতে চাই। যুবলীগকে একটি ডিজিটাল ও মাদকমুক্ত সংগঠনে রূপান্তরিত করতে আমরা প্রতি মুহুর্তে সোচ্চার আছি।17265233_1840040246260973_2965449560130826643_n

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে প্রস্তুতি সভা করতে বুধবার (১৫মার্চ) যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরায় আসছেন। এ উপলক্ষে সকাল ১০টায় যুবলীগের পক্ষ থেকে নোমানী ময়দানে আয়োজিত সভায় যুবলীগের সবাইকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন নব নির্বাচিত আহবায়ক ফজলুর রহমান।

এদিকে যুবলীগের আহবায়ক নির্বাচিত হওয়ায় ফজলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি-মাগুরা, গণ-জাগরণ মঞ্চ-মাগুরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মাগুরা/১৪ মার্চ


Comments are Closed