মাগুরায় সেনাসহায়তায় করোনা সচেতনতায় কার্যক্রম

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা শহরের বিভিন্ন চায়ের দোকানে লাল পতাকা লাগানো, হাত ধোয়ার জন্য পানি সরবরাহ ও ব্লিচিং পাউডার ছিটানোসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। সেনা বাহিনী, মাগুরা সদর উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক এসব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মোঃ রাজু হাসান, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল, পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় জনসচেতনতামূল প্রচার চালানো হচ্ছে। এ ছাড়া শহরের প্রতিটি মোড়ে করোনা মোকাবেলায় ব্যানার, লাল ফ্লাগ টানানো হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, স্বাস্থ্য কর্মী এবং কৃষি কর্মকর্তাসহ ৭ সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়েছে। যারা সব সময় বিদেশ ফেরত ব্যক্তিদের খবর রাখবেন। এছাড়া ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয়, জরুরী প্রয়োজনে বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রি কেনার সময় তিনফুট দূরত্ব বজায় রাখতে বিভিন্ন এলাকায় সচেতনতামূল প্রচার চালানো হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগসহ জেলার বিভিন্ন সমাজিক সংস্থাগুলো বিভিন্ন এলাকায় নানা কার্যক্রম পরিচালনা করছে।
রূপক/ মাগুরা/ ২৯ মার্চ ২০২০
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্পবলা কর্মসূচী: চলবে বছরব্যাপী (Previous News)
Comments are Closed