বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

 চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদে নাজমুলকে সংগঠন থেকে বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ ০৯.১০.২০১৭ ইং তারিখে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানা যায়।

22339544_1530354360384639_2991369164666645941_o

জানা গেছে- নাজমুল ও তার দুই সহযোগি সম্প্রতি মাগুরা পুলিশ লাইনে আউটসোর্সিং এর মাধ্যমে বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে শফিউল্লাহ ও জনি শেখ এর কাছ থেকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাভ ৬০ হাজার টাকা নেয়। গত ৪ অক্টোবর’১৭ তারিখে  তারা ওই দুই যুবককে দুটি ভূয়া নিয়োগপত্র দিয়ে পুলিশ লাইনে পাঠালে সেখানে তা ধরা পড়ে। ওইদিন রাতেই শফিউল্লাহর বাবা সামসুল শেখ বাদি হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

তারই প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিষ্ঠানটির কেন্দীয় সংসদে শৃংখলা ভঙ্গের অভিযোগে পত্র প্রেরণ করে। এবং আজই প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ নাজমুলকে বহিস্কার এর এর সিদ্বান্ত জানায়।

মাগুরা / ৯  অক্টোবর ১৭