তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা কম বেশি দেখা গেলেও এবার মাগুরার মহম্মদপুরের সোনাগ্রামের খালে শিশু ক্লাবের উদ্যগে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাগাছ দিয়ে তৈরী ভেলা রং বেরঙ্গে সজ্জিত করে সেনাপুর গ্রামের খালে ৮টি ভেলার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে শিশুরা।

শিশু ক্লাবের উদ্যোগে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু ক্লাবের সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক শাকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম।

ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে এসেছেন  হাবিবুল বাশার সুমন। এসময় তিনি  মাগুরাবার্তা কে বলেন, সোনাপুর গ্রামে ভেলা বাইচ প্রতিযোগিতা  প্রতি বছরের দুই-তিনবার অনুষ্ঠিত হয়। এখানে কয়েক গ্রামের  মানুষ আসে ভেলা বাইচ প্রতিযোগিতা উপভোগ করা জন্য। আমাদের সোনাপুর গ্রামে বিভিন্ন রকম খেলাধূলা ও ভেলা বাইচের সাথে অনুষ্ঠিত হয়।

ভেলা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিশু ক্লাবের সভাপতি শাকিলুর রহমান।