Main Menu

মাগুরার শ্রীপুরের কাজলিতে  প্রতিপক্ষের হামলায়  নিহত ১, আহত ৮

20220906_204430

বিশেষ প্রতিনিধি মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার  কাজলী গ্রামে আজ মঙ্গলবার রাতে পু্র্ব শত্রুতার জের ধরে  রাশেদুল ইসলাম (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে  হত্যা করেছে প্রতিপক্ষরা।  তিনি হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্যার ছেলে।

জানা গেছে,  গত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীকে ভোট দেয়া কে কেন্দ্র করে কাজলি গ্রামের হান্নান মোল্যার সঙ্গে পবন মোল্লার গ্রুপের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।  আজ রাত আটটার দিকে পবন মোল্লা গ্রুপের রাশেদুল কে একা পেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা।  এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক আহত হন অন্তত আটজন। দ্রুত তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল কে মৃত ঘোষণা করেন।

রূপক,  মাগুরা






Comments are Closed