বি‌শেষ প্র‌তি‌নি‌ধি, মাগুরাবার্তা
এক দফা দাবি নিয়ে মাগুরায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। 

আজ বুধবা‌র (২৫ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে মোঃ ইমরান হো‌সে‌নের সভাপতিত্বে জেলা পি‌টিআইএর সামনের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধ‌নে সহকারী শিক্ষক‌দের পাশাপা‌শি বক্তব্য দেন ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চজ কান্তি আইচ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. অ‌হিদুল ইসলামের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেন শিক্ষকরা।

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। পুলিশের সাব ইনসপেক্টর, উপ-সহকারী কৃষি অফিসার, বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়ের প্রশাস‌নিক কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সচিব এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। প্রাথ‌মিকের সহকা‌রী শিক্ষকরা বৈষম্যের শিকার, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা।
অথচ বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়ে নি‌য়োগকৃত ড্রাইভার অষ্টম শ্রে‌ণি পাস‌ হ‌য়েও ১২তম গ্রে‌ডে নি‌য়োগ পায়। তাঁরা আ‌রো ব‌লেন শিক্ষার মূলভি‌ত্তি হ‌চ্ছে প্রাথ‌মিক শিক্ষা, সেখা‌ন‌ে প্রাথ‌মি‌কের সহকারী শিক্ষক‌দের সমান যোগ্যতা সম্পন্ন হওয়া স‌ত্বেও ১৩তম গ্রেড প্রধান ক‌র‌ে‌ছে যা শিক্ষক‌দের জন্য লজ্জাজনক, যেখানে সহকারী শিক্ষ‌কদের সেবার মান তুলনা করা হয় দ্বিতীয় শ্রে‌ণির কর্মকর্তার সা‌থে কিন্তু বেতন গ্রেড তৃতীয় শ্রে‌ণির দি‌য়ে শিক্ষার ক্ষে‌ত্রে প্রথম শ্রে‌ণির সেবা পাওয়া‌ সম্ভব না।